ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশি অন্তঃসত্ত্বাকে হয়রানি, ৬ ঘণ্টা দাঁড়িয়ে থেকে রক্তক্ষরণ

বাংলাদেশি অন্তঃসত্ত্বাকে হয়রানি, ৬ ঘণ্টা দাঁড়িয়ে থেকে রক্তক্ষরণ

বাংলাদেশি এক তরুণীকে হয়রানির শিকার হতে হয়েছে ভারতের পেট্রাপোল সীমান্তে। অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও প্রায় ৬ ঘণ্টা তাকে কড়া রোদে দাঁড় করিয়ে রাখেন ভারতীয় ইমিগ্রেশন বিভাগের কয়েকজন কর্মকর্তা।

তরুণীর নাম অর্পিতা পাল। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে গিয়ে তার রক্তক্ষরণ হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পেট্রাপোল থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অর্পিতার পরিবার জানায়, আট মাস আগে ভারতের বালিগঞ্জের বাসিন্দা আনন্দ দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় অর্পিতার। কয়েক মাস ভারতে কাটানোর পর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে শ্বশুরবাড়িতে আসেন আনন্দ। সেখান থেকে ভারতে ফেরার সময় পাসপোর্ট দেখার নাম করে অর্পিতাকে প্রায় ৬ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখেন ভারতীয় কর্মকর্তারা।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত