ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বাবার ক্রেডিট কার্ড নিয়ে অস্ট্রেলীয় কিশোরের বালি ভ্রমণ!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৩:৪২

বাবার ক্রেডিট কার্ড নিয়ে অস্ট্রেলীয় কিশোরের বালি ভ্রমণ!
প্রতীকী ছবি

ছুটি কাটাতে বিশ্বখ্যাত ভ্রমণকেন্দ্র ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যেতে চেয়েছিল বারো বছর বয়সী এক অস্ট্রেলীয় কিশোর। কিন্তু তাতে বাধ সাধেন তারা বাবা-মা। কিন্তু পরিবারের বাধা গ্রাহ্য করেনি ওই কিশোর। পকেটে অর্থ ছিল না, অতঃপর বাবা-মায়ের ব্যবহৃত ক্রেডিট কার্ড নিয়ে একাই বালিতে পাড়ি জমায় সে। খবর বিবিসি'র।

বিষয়টি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, বাবা-মায়ের অগোচরে কিশোরের বালিতে যাওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার কথাও জানিয়েছে তারা।

জানা গেছে, গত মার্চের ১৭ তারিখে ওই কিশোরের একাকী বালি যাওয়ার ঘটনায় স্থানীয় পুলিশকে সতর্ক করে দেয়া হয়েছিল। পরে তাকে সুরক্ষা হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিবিসি জানায়, সিডনির অধিবাসী ওই কিশোর বাবা-মায়ের ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে বিমান এবং হোটেল বুক করে। কর্তৃপক্ষকে শুধুমাত্র পাসপোর্ট এবং স্কুল আইডি দেখিয়েই সে ইমিগ্রেশন পার হয়ে যেতে সক্ষম হয়।

বালি পৌঁছে হোটেল কর্তৃপক্ষকে সে জানায়, সেখানে সে বোনের জন্য অপেক্ষা করছে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত