ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ধনী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রকে অর্থ দেয়া: ট্রাম্প

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৭:০৫

ধনী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রকে অর্থ দেয়া: ট্রাম্প

অত্যন্ত ধনী বিশেষ করে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য অর্থ দেয়া, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি প্রত্যেক দেশের উচিত সিরিয়ায় সেনা মোতায়েন করা।

মধ্যপ্রাচ্যভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা জানায়, মঙ্গলবার ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ'র সঙ্গে দেয়া এক যৌথ বিবৃতিতে ওইসব দেশের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তাদের পক্ষে এক সপ্তাহও টিকে থাকা সম্ভব না।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো অত্যন্ত ধনী। কিন্তু যুক্তরাষ্ট্র কিংবা ফ্রান্সের সহায়তা ছাড়া তারা টিকে থাকতে পারবে না। আমরা তাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছি। তাই তাদের উচিত এই সমর্থনের বিনিময়ে অর্থ দেয়া।

তবে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

মঙ্গলবারের বিবৃতিতে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টিও মাথায় রাখা উচিত।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত