ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের: রুহানি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:০২  
আপডেট :
 ২৫ এপ্রিল ২০১৮, ১৮:০৫

মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।

বুধবার ইরানের তাবরিজ শহরে একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে একথা বলেন রুহানি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জনগণের সম্পর্কে বিশ্ববাসীর সামনে বিভিন্ন প্রতারণামূলক তথ্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। খবর- প্রেসটিভির।

রুহানি বলেন, পশ্চিমারা মনে করে মধ্যপ্রাচ্য ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে তাদের। এভাবেই তারা আরব বিশ্বের সম্পদ কুক্ষিগত করতে চায়।

'মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্রগুলোর যুক্তরাষ্ট্রকে অর্থ দেয়া উচিত' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন রুহানি।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, মার্কিন সৈন্যরা মধ্যপ্রাচ্য ছাড়লেই এই অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত