ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

সৌদিতে চলতি বছরে ৪৮ জনের শিরচ্ছেদ কার্যকর

সৌদিতে চলতি বছরে ৪৮ জনের শিরচ্ছেদ কার্যকর

সৌদি আরব চলতি বছরে এ পর্যন্ত ৪৮ জনের শিরচ্ছেদ কার্যকর করেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যাদের শিরচ্ছেদ কার্যকর করা হয়েছে তাদের অর্ধেকই অহিংস মাদক অপরাধের দায়ে এ দণ্ডে দণ্ডিত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

মাদক অপরাধের দায়ে অভিযুক্ত অন্যরাও মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এইচআরডব্লিউ।

গত মাসে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, কিছু ক্ষেত্রে সৌদি আইনের ধারা মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবনে পরিবর্তিত হতে পারে।

এ বিষয়ে এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ লিহ হুইটসন বলেছেন, মাদকের মামলায় মৃত্যুদণ্ড সীমিত করার জন্য বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।

গত বছর আর্থ সামজিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কার ঘটিয়েছে সৌদি আরব। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো সৌদি বাদশাহর প্রতি মৃত্যুদণ্ড ও পুরুষ অভিভাবকত্ব পদ্ধতি বাতিল করার আহ্বান জানিয়েছে।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত সৌদি আরব প্রায় ৬০০ জনের শিরচ্ছেদ কার্যকর করেছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ। এদের মধ্যে ২০০ জনেরও বেশি মাদক সংক্রান্ত অপরাধের কারণে প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছেন।

সূত্র: ইন্টারনেট

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত