ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

ঢাকায় আকাশে অল্পের জন্য সংঘর্ষ এড়াল ইন্ডিগো-এয়ার ডেকানের বিমান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০১৮, ১০:২৩

ঢাকায় আকাশে অল্পের জন্য সংঘর্ষ এড়াল ইন্ডিগো-এয়ার ডেকানের বিমান

মুখোমুখি দুটি বিমান। অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা। কপালজোরে বাঁচল বহু যাত্রীর প্রাণ।

ঢাকার আকাশসীমায় খুবই কাছাকাছি চলে আসে ইন্ডিগো ও এয়ার ডেকানের দুটি বিমান। বিমানে থাকা স্বয়ংক্রিয় বিপদ সঙ্কেতের জন্য কোনমতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মেলে।

ঘটনাটি ২ মে ঘটলেও, প্রকাশ্যে আসে শুক্রবার (১১ মে)। জানা গিয়েছে, ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯২ কলকাতা থেকে আগরতলা যাচ্ছিল। ঠিক ওই সময় আগরতলা থেকে কলকাতা আসছিল এয়ার ডেকানের ফ্লাইট ডিএন ৬০২।

জানা যায়, ঢাকার আকাশসীমা দিয়ে যাওয়ার সময় একটা সময় ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ বিমান ও এয়ার ডেকানের বিচক্র্যাফট ১৯০০ডি বিমান দুটি একে অপরের খুব কাছে চলে আসে। পরিস্থিতি এমন হয় যে, দুটি বিমানের মধ্যে দূরত্ব মাত্র ৭০০ মিটারে নেমে যায়।

সূত্রের খবর, এয়ার ডেকানের বিমানটি অবতরণের জন্য ৯ হাজার ফুট উচ্চতায় ছিল। অন্যদিকে, ইন্ডিগোর বিমানটি সেই সময় ৮৩০০ মিটার উচ্চতা দিয়ে চলছিল এবং আরও ওপর দিকে উঠছিল।

এই অবস্থায় দুটি বিমানের মধ্যেই স্বয়ংক্রিয় বিপদ সঙ্কেত বেজে ওঠে। সঙ্গে সঙ্গে পাইলটরা বিমান দুটিকে নিরাপদ দূরত্বে নিয়ে যান। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত