ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

সিআইএ’র প্রথম নারী পরিচালক জিনা হ্যাসপেল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১২:১৩

সিআইএ’র প্রথম নারী পরিচালক জিনা হ্যাসপেল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ এর প্রথম নারী পরিচালক হিসেবে অনুমোদন পেয়েছেন অভিজ্ঞ গুপ্তচর জিনা হ্যাসপেল। দেশটির সিনেট এর অনুমোদন দিয়েছে।

নাইন ইলেভেনের পর সংস্থাটিতে কঠোর জিজ্ঞাসাবাদের ভূমিকার জন্য তিনি আলোচিত ছিলেন। বৃহস্পতিবার সিনেটে সিআইএ এর প্রার্থী মনোনয়নে ৫৪-৪৫ ভোটে অনুমোদন পান হ্যাসপেল।

৬১ বছর বয়সী হ্যাসপেলের ক্যারিয়ারের ৩৩ বছর সময় কেটেছে সিআইএ’র আন্ডারকভার পদে।

সাবেক পরিচালক মাইক পম্পেওর অধীনে কাজ করতেন তিনি। পরে পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে তার স্থলে উপ-পরিচালক হ্যাসপেলকে সিআইএ’র প্রধান পদে মনোনীত করা হয়।

তাকে স্বাগত জানিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস বলেন, ‘হ্যাসপেলের নির্বাহী বুদ্ধিমত্তার দক্ষতা অসাধারণ। সিআইএ’র প্রথম নারী পরিচালক মনোনীত হওয়ায় তাকে আমরা স্যালুট জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • পঠিত