ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জম্মু-কাশ্মীরে রাতভর গোলাগুলি, নিহত ৭

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৫:৪৮

জম্মু-কাশ্মীরে রাতভর গোলাগুলি, নিহত ৭

ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তে রাতভর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে সেদেশের গণমাধ্যমগুলো জানায়, পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতের আধা সামরিক বাহিনী বিএসএফের সদস্য সীতারাম উপাধ্যায় এবং এক দম্পতি নিহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, ভারতের সেনাদের গুলিতে চার বেসামরিক পাকিস্তানি নিহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে জম্মুর আরএসপুরা সেক্টরে প্রথমে গোলাগুলির শুরু হয়। পরে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

বিএসএফ এর দাবি, বৃহস্পতিবার রাতে পাকিস্তান স্নাইপার দিয়ে গুলি করে বিএসএফ সদস্য সীতারাম উপাধ্যায়কে হত্যা করলে সীমান্তের বিভিন্ন পোস্টে গুলিবিনিময় শুরু হয়। এতে ভারতের অভ্যন্তরে এক দম্পতি নিহত এবং অন্তত সাতজন আহত হন।

জানা গেছে, গোলাগুলির ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এ ছাড়া সীমান্ত থেকে তিন কিলোমিটারের মধ্যে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতেও জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সংঘর্ষে জড়ায় ভারত-পাকিস্তান। এতে এক বিএসএফ সদস্য নিহত হন।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত