ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

হাসপাতালে ভর্তি ফিলিস্তিনের প্রেসিডেন্ট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০১৮, ০৯:১৮

হাসপাতালে ভর্তি ফিলিস্তিনের প্রেসিডেন্ট
ফাইল ছবি

প্রতিদিনই উত্তেজনা বাড়ছে ইসরায়েল-ফিলিস্তিনকে ঘিরে। সম্প্রতি জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিভিন্ন অহিংস এবং সহিংস কর্মকাণ্ডের জবাবে ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত হয়েছেন বেশকিছু ফিলিস্তিনি। এরই মধ্যে হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এমন কথা শোনা গেলেও তার অবস্থা আশঙ্কাজনক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

আব্বাসকে পশ্চিম তীরের একটি হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ৮২ বছর বয়সী মাহমুদ আব্বাস এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার তার কানে হালকা ধরনের অস্ত্রোপচার করা হয়েছিল। তার কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

মাহমুদ আব্বাসকে একজন ‘অতি ধূমপায়ী’ উল্লেখ করে আল জাজিরা জানাচ্ছে আব্বাসের হৃদরোগসহ নানা ধরনের শারীরিক সমস্যা আছে।

ফিলিস্তিনি ২০০৫ সালের পর থেকে আর কোনো নির্বাচন হয়নি। মাহমুদ আব্বাসের কোনো উত্তরসূরীও মনোনীত করা হয়নি। ফাতাহ ও হামাস পরস্পরবিরোধী অবস্থানে যাওয়ার পর থেকে আব্বাসের বিকল্প নেতৃত্বও ফিলিস্তিনে তৈরি হয়নি।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত