ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

এফবিআইয়ের বিরুদ্ধে তদন্তে নামছে ট্রাম্প প্রশাসন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০১৮, ১৪:২১  
আপডেট :
 ২১ মে ২০১৮, ১৪:২৮

এফবিআইয়ের বিরুদ্ধে তদন্তে নামছে ট্রাম্প প্রশাসন

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় এফবিআইয়ের গোয়েন্দারা তার প্রচারণা শিবিরে গুপ্তচরবৃত্তি চালিয়ে ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। এফবিআইয়ের গোয়েন্দাদের বিরুদ্ধে এই তদন্ত শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের জাস্টিস ডিপার্টমেন্ট।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং মার্কিন মিডিয়ায় প্রকাশিত খবরকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

এর আগে '২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল' এমন দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। অভিযোগ ওঠে, হিলারি ক্লিনটনের ক্ষতি করে ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি বড় করার চেষ্টা করে রাশিয়া।

যার অংশ হিসেবে হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর অভিযোগটি নিয়ে এফবিআই'র সাবেক পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত শুরু হয়।

তবে বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন ট্রাম্প। এমন কি রবার্ট মুলারের নেতৃত্বে চলমান তদন্তকে বারবারই প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। এবার খোদ এফবিআইয়ের গোয়েন্দাদের বিরুদ্ধেই তদন্তে নামছে ট্রাম্প প্রশাসন।

আরএ/ এসএস

  • সর্বশেষ
  • পঠিত