ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ব্যাংককে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০১৮, ১২:৫০  
আপডেট :
 ২২ মে ২০১৮, ১২:৫২

ব্যাংককে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
ছবি: প্রেসটিভি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্বাচনের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার জান্তা-বিরোধী বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ দিন থাইল্যান্ডের সামরিক জান্তা সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয় 'গভর্নমেন্ট হাউজের' সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানানোর ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। তাদের রুখতে গভর্নমেন্ট হাউজ ও এর আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয় পুলিশ।

ইরানের বার্তা সংস্থা প্রেসটিভি জানায়, আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের দাবিতে ব্যাংককের থাম্মাসাত বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যেতে শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশি বাধা অতিক্রম করতে উদ্যত হন।

এই ঘটনায় বেশ কয়েকজন অজ্ঞান হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অন্তত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভকারীদের মুখপাত্র সিরাউইথ সেরিটিওয়াতের দাবি, তাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত