ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

চীনে আমেরিকানদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০১৮, ০১:৪৯  
আপডেট :
 ২৪ মে ২০১৮, ০১:৫৪

চীনে আমেরিকানদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি

চীনে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার গুয়াংজাওতে একজন আমেরিকান কর্মকর্তা একটি অস্পষ্ট ও অস্বাভাবিক শব্দ শুনতে পাওয়ার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিলো।

বেজিংএ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ওই কর্মকর্তার রোগ নির্ণয় করার জন্য যুক্তরাষ্ট্রে ফেরত নিয়ে আসা হয়েছে। এতে দেখা গেছে, তার মস্তিষ্কে হালকা আঘাতের সৃষ্টি হয়েছে।

বুধবারের দেয়া সতর্কতায় যুক্তরাষ্ট্র সরকার এই লক্ষণের কোনো কারণ ব্যাখ্যা করেনি। তবে এই ধরনের আর কোনো খবর চীনের অন্যান্য জায়গা থেকে পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে।

তারা পরামর্শ দিয়েছেন- যারা এই ধরনের অস্বাভাবিক শব্দ অনুভব করবেন তাদেরকে অন্যত্র সরে যেতে যেখানে এই শব্দের সমস্যা নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নুয়ার্ট জানিয়েছেন, ‘ কি কারণে এমন ঘটনা ঘটলো বিষয়টি নিয়ে তারা অনুসন্ধান চালাচ্ছেন। কর্মকর্তাদের চিকিৎসা সেবা দিতে সপ্তাহের শুরুতে দূতাবাসের একটি মেডিকেল টিম গুয়াংজাও যাচ্ছে বলেও জানান তিনি।

বিএএফ/

  • সর্বশেষ
  • পঠিত