ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

তিন নারী অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে সৌদি আরব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০১৮, ০৯:৫৫

তিন নারী অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে সৌদি আরব

বিখ্যাত তিন নারী অধিকারকর্মীকে আটক করার পর বৃহস্পতিবার তাদের ছেড়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

মুক্তি পাওয়া তিন অধিকারকর্মী সৌদি আরবের সেই ১১ নারীদের অন্যতম যারা দেশটিতে নারী স্বাধীনতা তথা নারীর ওপর পুরুষের কর্তৃত্ব রোধ, পুরুষসঙ্গী ছাড়া চলাফেরা প্রভৃতি অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।

সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করা হয় আইশা আল-মানা, হেসসা আল-শেইখ এবং মাদেহা আল-আজরৌশ নামের তিন নারী অধিকারকর্মীকে। এরপর বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় সৌদি কর্তৃপক্ষ।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক সামাহ হাদিদ তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের মুক্তির পেছনে কোনো শর্ত জুড়ে দেয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

দেশটিতে বন্দি বাকি সব অধিকারকর্মীকেও অনতিবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেয়ারও দাবি জানান সামাহ।

তবে এ বিষয়ে এখনও সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য না পাওয়ায় বাকি বন্দিদের ভবিষ্যৎ অনিশ্চিতই রয়ে গেল জনগণের সামনে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত