ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ট্রাম্পের টুইটে ফের ঐতিহাসিক বৈঠকের সম্ভাবনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৬:৩৬

ট্রাম্পের টুইটে ফের ঐতিহাসিক বৈঠকের সম্ভাবনা

ফের দেখা দিয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বৈঠকের সম্ভাবনা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা এক টুইট বার্তা এমনটাই ইঙ্গিত দেয়। আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক, ওই টুইটের পর অনেই নতুন করে এমনটা আশা করছেন। যদিও এর আগে ট্রাম্প নিজেই ওই বৈঠক নাকচ করে দেন।

পলিটিকো ম্যাগাজিন জানায়, ওই বৈঠকের জন্য ৩০ সদস্যের একটি প্রতিনিধি দলকে চলতি সপ্তাহেই সিঙ্গাপুরে পাঠাবে ওয়াশিংটন। এই প্রতিনিধিদলে থাকবেন হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ জোসেফ হাগিন এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিরা রিকার্ডেল।

শুক্রবারের টুইটার পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'বৈঠকটি পুনর্বহাল করার জন্য আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সম্ভব হলে আমরা পূর্বনির্ধারিত ১২ জুন তারিখেই বৈঠকে বসব।'

ট্রাম্প জানান, তাদের (উত্তর কোরিয়া) সঙ্গে আলোচনা চলছে। উত্তর কোরিয়া বৈঠকের বিষয়ে খুবই আগ্রহী।

উত্তর কোরিয়ার সমালোচনা করে বৈঠক বাতিল করার ঘোষণার একদিন পরেই আবার পাল্টা ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যকার এই সম্ভাব্য বৈঠকের সমস্ত খুঁটিনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত