ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

শান্তি আলোচনা চান না মোদি, দাবি মোশাররফের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৮:১৭

শান্তি আলোচনা চান না মোদি, দাবি মোশাররফের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা চান না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্র্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তার দাবি, অটলবিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিংয়ের মতো সাবেক ভারতীয় প্রধানমন্ত্রীরা যে পথে হেঁটেছিলেন, তা থেকে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন নরেন্দ্র মোদি।

পাকিস্তানি জঙ্গিদের ঘাঁটি ভাঙার জন্য ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছে ভারত। এই ঘটনাকে বড়সড় সাফল্য বলে দাবি করছে মোদি সরকার। কিন্তু মোশাররফ বলছেন, মোদি ভারতে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন।

তার কথায়, অটলবিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিংহের মতো ভারতের প্রধানমন্ত্রীদের সঙ্গে আমি কথা বলেছি। নানা সমস্যা থাকলেও তারা ইতিবাচক পদক্ষেপ করেছিলেন।

কিন্তু শান্তি আলোচনা নিয়ে মোদি ততটা উৎসাহী নন বলে দাবি তার।

ভারত ও পাকিস্তানকে নিয়ে পশ্চিমের দেশগুলো বৈষম্য করছে বলেও মনে করছেন সাবেক এই পাকিস্তানি প্রেসিডেন্ট। মোশাররফের অভিযোগ, ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়ে কোনো প্রশ্নই তোলা হয় না। তার দাবি, ভারতের পরমাণু শক্তির কথা মাথায় রেখেই পরমাণু অস্ত্র তৈরিতে বাধ্য হয়েছে পাকিস্তান।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত