ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

হোয়াটসঅ্যাপ, ফেসবুকের জন্য গুণতে হবে টাকা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০১৮, ১৭:৫০  
আপডেট :
 ০৫ জুন ২০১৮, ১৭:৫৪

হোয়াটসঅ্যাপ, ফেসবুকের জন্য গুণতে হবে টাকা!

এতদিন বিনা পয়সায় হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ব্যবহার করা গেলেও এবার থেকে রীতিমতো গুণতে হবে অর্থ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কর। উদ্দেশ্য, রাষ্ট্রীয় কোষাগারের অর্থবৃদ্ধি। আর এমন অদ্ভুত সরকারি আইনের শিকার পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার নাগরিকরা।

মূলতঃ ১৯৮৬ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট যোয়েরি মুসেভেনির নির্দেশেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য প্রতিদিন দেশটির নাগরিকদের গুণতে হবে দুইশ' উগান্ডিজ শিলিং অর্থা প্রায় চার টাকা পঞ্চাশ পয়সা। প্রতিবছর প্রায় হাজার দেড়েক টাকা।

গত বুধবার এই সংক্রান্ত একটি আদেশ জারি করে দেশটির সরকার। আগামী জুলাই থেকে যা কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে দেশটিতে ব্যবসা পরিচালনা করা কোনো মোবাইল ফোন অপারেটর কোম্পানি কোনো কথা না বললেও তীব্র সমালোচনা করেছেন অধিকারকর্মীরা।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত