ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

বিক্ষোভের মুখে জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভের মুখে জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

গণ-বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্গি ভিরিকাশভিলি। ক্ষমতাসীন দলের নেতা বিদজিনা ইভানিশভিলির সঙ্গে মতপার্থক্যের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে গিওর্গি বলেন, ক্ষমতাসীন দলের নেতার সঙ্গে আমাদের কিছু মতপার্তক্য রয়েছে। আমার মনে হয় এখন তার নতুন মন্ত্রিসভা গঠন করা উচিত।

২০১৫ সাল থেকে ক্ষমতায় ছিলেন ৫০ বছর বয়সী গিওর্গি। বিগত কয়েকমাস ধরে তার বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন জনগণ। তাদের দাবি, দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী।

জর্জিয়ার সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পুরো মন্ত্রিসভারই পদত্যাগ হয়ে যায়। আগামী সাতদিনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে প্রেসিডেন্টকে। এরপরের সাতদিনের মধে চূড়ান্ত করতে হবে মন্ত্রিসভা।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত