ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

মস্কোয় ফুটপাতের ওপর ট্যাক্সি, ৮ পথচারী আহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০১৮, ১৬:৪৯

মস্কোয় ফুটপাতের ওপর ট্যাক্সি, ৮ পথচারী আহত

রাশিয়ার মস্কোতে ফুটপাতে ওপর ট্যাক্সি তুলে দেয়ার ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন পথচারী। এদের মধ্যে মেক্সিকোর কয়েকজন ফুটবলভক্তও রয়েছেন।

শনিবার মধ্য মস্কোতে এ ঘটনা হয়। দুর্ঘটনার পরপরই আটক করা হয়েছে ট্যাক্সি চালককে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, মস্কোর কেন্দ্রে জনাকীর্ণ একটি ফুটপাতে একটি ট্যাক্সি তুলে দেন এক চালক।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, পথচারীদের ওপর দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তবে কয়েকজন পথচারী তাকে আটকে ফেলেন।

মস্কো পুলিশ জানিয়েছে, আটককৃত যুবক (২৮) কিরগিজস্থানের নাগরিক।

শহরের মেয়র জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিটি ভিড়ের মধ্যে উঠে যায়। যদিও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীদের দাবি ইচ্ছাকৃতভাবেই চ্যাক্সিচালক পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়।

যে এলাকায় ওই ঘটনা ঘটেছে, তা ক্রেমলিন ও রেড স্কয়ারের খুব কাছে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ওই এলাকা এখন পর্যটকে ঠাসা।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত