ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিশ্বকাপ ম্যাচের সময় সুইডেনে হামলা, নিহত ৩

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১২:৩৮  
আপডেট :
 ১৯ জুন ২০১৮, ১৫:০৬

বিশ্বকাপ ম্যাচের সময় সুইডেনে হামলা, নিহত ৩
হামলার পর এলাকাটিকে ঘিরে রেখেছে সুইডিশ পুলিশ। ছবি: দ্য সান

সোমবার বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় সুইডেন। যথারীতি দেশটির মালমো শহরের অধিবাসীরা একটি ক্যাফেতে জড়ো হন ম্যাচটি উপভোগ করতে। এমন সময়ই সেখানে ঘটে গোলাগুলির ঘটনা। এতে নিহত হয় ১৮ বছরের এক কিশোর সহ তিন জন এবং আহত হন আরও অনেকে। স্থানীয়দের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।

সুইডিশ গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে দ্য সান জানায়, মালমো শহরের একটি কফির দোকান সুইডেন বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচটি বড় পর্দায় দেখানোর উদ্যোগ নেয়। ফলে সেখানে জড়ো হন বহু মানুষ। হঠাৎই সেখানে ঢুকে পড়ে ২০ রাউন্ড গুলি ছোড়ে এক বন্দুকধারী।

পুলিশের মুখপাত্র স্টেফান সোডেরহল্‌ম জানান, 'এই হামলায় তিন জন নিহত হয়েছে।'

তবে এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি সুইডিশ কর্তৃপক্ষ। আহতদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত কিছু জানাতে নারাজ তারা।

হামলার কারণ কিংবা হামলাকারীর পরিচয় না জানালেও এমন কোনো হামলার আশঙ্কা আর নেই বলে জানিয়েছে পুলিশ। আক্রান্ত এলাকা ঘিরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

তবে এই হামলায় কোনো সন্ত্রাসী সংগঠন জড়িত না বলেও দাবি সুইডিশ পুলিশের।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় সু্‌ইডেন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত