ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ফের চীন সফরে কিম

ফের চীন সফরে কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই দিনের এক সফরে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছেছেন। চলতি বছর পিয়ংইয়ংয়ের বন্ধু দেশ হিসেবে পরিচিত চীনে এটি তার তৃতীয় সফর।

এদিকে কিমের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়াগুলো স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের মাত্র এক সপ্তাহ পর চীন গেলেন কিম। তিনি চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দেখা করে ওই বৈঠকের বিস্তারিত জানাতেই এই সফর করছেন বলে জানিয়েছে রয়টার্স।

ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের আগেও বেইজিং সফর করেছিলেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এই চেয়ারম্যান।

সিঙ্গাপুরের বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে এক যৌথ ঘোষণায় কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

বিনিময়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

ওই বৈঠকের পর উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হ্রাস করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ট্রাম্পের আদেশের পর পরবর্তী যৌথ সামরিক মহড়াগুলো বাতিল করেছে তারা।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত