ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ১২৮

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১৯:০০

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ১২৮

ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের টোবা হ্রদে একটি ফেরি ডুবে অন্তত ১২৮ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থার শীর্ষ কর্মকর্তা। খবর জাকার্তা পোস্টের।

সোমবার সন্ধ্যায় ঝড়ো আবহাওয়ার মধ্যে উত্তর সুমাত্রার ওই হ্রদটিতে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। টোবা ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র।

উত্তর সুমাত্রার বিপর্যয় সংস্থার প্রধান রিয়াদিল লুবিস জানান, দুর্ঘটনার পর একজনকে মৃতদেহ এবং আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনেক লোক তাদের স্বজন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন।

ডুবে যাওয়া ফেরিটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে এর আগে জানিয়েছিল কর্তৃপক্ষ। ডুবে যাওয়া ফেরিটি বেআইনীভাবে হ্রদে চলাচল করছিল বলে কর্তৃপক্ষ আরও জানায়।

ফেরিটির নিখোঁজ যাত্রীদের স্বজনরা টোবা হ্রদের সিমালুনগুনের টিগারাস বন্দরের কাছে জড়ো হয়ে তাদের নিখোঁজ স্বজনদের খবরের জন্য অপেক্ষা করছেন এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে অনেককে কান্নারত অবস্থায় দেখা গেছে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত