ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

‘এখনও বড় ধরনের হুমকি উত্তর কোরিয়া’

‘এখনও বড় ধরনের হুমকি উত্তর কোরিয়া’

পারমাণবিক অস্ত্রের কারণে উত্তর কোরিয়াকে এখনও বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার সময় তিনি এ কথা বলেন। অথচ মাত্র ১০ দিন আগেই এর বিপরীত কথা বলেছিলেন ট্রাম্প।

গত ১৩ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সব্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক শেষে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার কাছ থেকে আর কোনও পারমাণবিক হুমকি নেই। কিন্তু এখন তিনি বলছেন উত্তর কোরিয়া এখনও বড় ধরনের হুমকি।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুটি সামরিক মহড়া স্থগিত করার পর ট্রাম্প এই হুমকির কথা সামনে আনলেন।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, কূটনৈতিক সমঝোতাকে সমর্থন জানাতেই মহড়া স্থগিত করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহে উভয় দেশের আরেকটি বড় ধরনের মহড়া স্থগিত করা হয়েছিল।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত