ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৬:২৮

উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

উত্তর কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখনও বড় ধরনের হুমকি বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৩ জুন উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের পর শান্তির বাণী শোনালেও এখন ঠিক উল্টো সুরে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। আরও এক বছরের জন্য উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন তিনি।

অথচ সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠকের পর গত ১৩ জুন টুইটারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, এখন সবাই আগের থেকে অনেক নিরাপদ। উত্তর কোরিয়ার কাছ থেকে এখন আর কোনো পারমাণবিক হুমকি নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দুইটি সামরিক মহড়া স্থগিতের পর শুক্রবার (২২ জুন) নতুন করে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।

তবে পেন্টাগন বলছে, দুই দেশের ডিপ্লোম্যাটিক আলোচনা এগিয়ে নিয়ে যেতেই এ কৌশল।

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ট্রাম্প একটি নোটিশের মাধ্যমে মার্কিন কংগ্রেসকে জানান, উত্তর কোরিয়ার সরকারের বিভিন্ন কার্যকলাপ, নীতি এবং কোরীয় উপদ্বীপে ঝুঁকিপূর্ণ অস্ত্রের অস্তিত্ব এখনও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, পররাষ্ট্র নীতি ও অর্থনীতির জন্য হুমকি।

প্রসঙ্গত, ২০০৮ সালে উত্তর কোরিয়া ইস্যুতে জাতীয় জরুরি অবস্থা জারি করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে নিয়মিতভাবে এ জরুরি অবস্থা ও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে থাকেন মার্কিন প্রেসিডেন্টরা।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত