ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আফ্রিকার দুই রাষ্ট্রপ্রধানকে খুনের চেষ্টা

আফ্রিকার দুই রাষ্ট্রপ্রধানকে খুনের চেষ্টা

রক্তাক্ত আফ্রিকা, একই দিনে দুই রাষ্ট্রপ্রধানকে খুনের চেষ্টা। আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ২য় বৃহত্তম মহাদেশটির ইথিওপিয়া ও জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধানের জনসভায় হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ জুন) একই দিনে পরপর দুবার দুই রাষ্ট্রপ্রধানকে খুনের চেষ্টায় নাশকতার ঘটনায় কেঁপে উঠলৌ আফ্রিকা। প্রথমে বিস্ফোরণ ঘটানো হয় ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর জনসভায়।

বিবিসি, আলজাজিরা সহ বিভিন্ন সংবাদ সংস্থার খবর, এদিন স্থানীয় সময় বিকেলে হামলা হয়েছে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের জনসভায়। এখানেও বিস্ফোরণের ঘটনা ঘঠেছে। কয়েকজনের মৃত্যুর সংবাদ আসছে। তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন মানানগাগাওয়া।

সংবাদ সংস্থা রয়টার্সের খবর, বুলাওয়ে শহরে একটি জনসভায় উপস্থিত ছিলেন জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট মানানগাগাওয়া। তিনিই নজির গড়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রবার্ট মুগাবে-কে সরিয়ে ক্ষমতায় এসেছেন।

মুগাবে পরবর্তী জমানায় এটাই প্রথম নাশকতা জিম্বাবুয়েতে৷ দেশটির বুলাওয়ে শহরের জনসভায় প্রেসিডেন্ট মানানগাগাওয়া ভাষণ দিচ্ছিলেন। তখনই বিস্ফোরণ ঘটানো হয়।

বিবিসি জানাচ্ছে, বিস্ফোরণে আহত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট। তার পায়ে আঘাত লেগেছে।

তবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর জনসভায় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত