ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ১২:৩১  
আপডেট :
 ১০ জুলাই ২০১৮, ১২:৪৫

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

জুন মাসে বিপুল ভোটে পুনরায় বিজয়ী হওয়ার পর সোমবার নতুন করে শপথ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। নতুন করে শপথ নেয়ার মাধ্যমে তিনি তুরস্কের একক ক্ষমতার অধিকারী হলেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তার এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ অনেকগুলো দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। ২০১৪ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ২০০৩ সাল থেকে দীর্ঘ ১১ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

নতুন নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করে তুরস্কের একক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেন এরদোয়ান। নতুন সংবিধানের আলোকে তুরস্কের ‘একক অধিশ্বর’ হয়ে হিসেবে দায়িত্ব নিয়েছেন এরদোয়ান।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত