ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানকে ৩০টি সামরিক কপ্টার দিচ্ছে তুরস্ক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৭:৪৯

পাকিস্তানকে ৩০টি সামরিক কপ্টার দিচ্ছে তুরস্ক

দুই দেশের মধ্যে সম্পাদিত এক সামরিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের কাছে ৩০টি বহুল উপযোগী এবং সব ধরনের আবহাওয়ায় ব্যবহার যোগ্য ৩০টি টি-১২৯ এটিএকে মডেলের সামরিক হেলিকপ্টার বিক্রি করবে তুরস্ক। আর এটিই হতে যাচ্ছে আঙ্কারার অন্যতম বড় সামরিক রপ্তানি।

সামরিক সূত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, পাঁচ বছর ধরে ধাপে ধাপে পাকিস্তানের কাছে হেলিকপ্টারগুলো সরবরাহ করবে তুরস্ক। পাশাপাশি সেগুলোর পরিচালনা কৌশল, যন্ত্রাংশ এবং গোলাবারুদও সরবরাহ করবে তুর্কি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তুরস্কের আন্দালু নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তানের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রানা তানভির হুসেইন তুরস্কের কাছ থেকে ৩০ টি সামরিক হেলিকপ্টার এবং দু’টি সামরিক জাহাজ কেনার কথা জানিয়েছিলেন।

গত ৫ জুলাই তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরেত্তিন চানিকলি জানান, পাকিস্তানের কাছ থেকে চারটি করভেটস রণতরী বানানোর টেন্ডার পেয়েছেন। এই চুক্তির আওতায় চারটি জাহাজের দু’টি ইস্তান্বুলে এবং বাকি দু’টির নির্মাণকাজ সম্পন্ন হবে করাচিতে।

এসব যুদ্ধযানের ক্ষেত্রেও পাকিস্তানকে পরবর্তী সময়ে সবরকম সহায়তা দেয়ারও ইঙ্গিত দিয়েছে তুরস্ক।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত