ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে ছয় মাসে ১৭০০ বেসামরিক নিহত

আফগানিস্তানে ছয় মাসে ১৭০০ বেসামরিক নিহত

চলতি বছরের প্রথম ছয় মাসের সংঘর্ষে আফগানিস্তানে প্রায় ১৭শ’বেসামরিক মানুষ নিহত হয়েছে। বেসামরিক লোকজনের নিহত হওয়ার এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বাধিক।

জাতিসংঘ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর প্রথম ৬ মাসেই ১৬৯২ জন নিহত হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে বেসামরিক প্রাণনাশের এটিই সবচেয়ে বড় ঘটনা। আফগানিস্তানে গত ৬ মাসে বিভিন্ন হামলায় ৫১২২ জন হতাহত হয়েছে। এদের মধ্য আহতের সংখ্যা ৩৪৩০ জন।

জাতিসংঘের হিসাব মতে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে গত ১০ বছরে হতাহতের এই সংখ্যা শতকরা ৩ ভাগ বেড়েছে। এ সংখ্যা গত বছরের চেয়ে এক শতাংশ বেশি এবং এটি ২০০৯ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তবে সেখানে নারী ও শিশু নিহত হওয়ার সংখ্যা ১৫ শতাংশ হ্রাস পেয়েছে।

সূত্র: আলজারিয়া

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত