ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

তীব্র দাবদাহে জাপানে ১৪ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ১৭:২৪

তীব্র দাবদাহে জাপানে ১৪ জনের মৃত্যু
জাপানে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। ছবি: রয়টার্স

জাপানে গত তিনদিনের টানা তীব্র দাবদাহে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া গত সপ্তাহে জাপানের বন্যা কবলিত এলাকাগুলোতে দাবদাহের কারণে আরও অন্তত দুইশ’ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাপানের ভূ-তাত্ত্বিক সংস্থা জানায়, সোমবার তাপমাত্রা ছিল ৩৯ ড্রিগ্রি সেলসিয়াসের বেশি। ফলে বেশিরভাগ এলাকায়ই আর্দ্রতা বেড়ে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

দাবদাহের প্রাণ হারানো ১৪ জনের মধ্যে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা ও একাধিক শিশু রয়েছে। অতিরিক্ত তাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সহস্রাধিক মানুষ।

প্রসঙ্গত, গত বছর মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেশটিতে দাবদাহের কারণে মারা গিয়েছিলেন ৪৮ জন। যার মধ্যে কেবল জুলাইতেই মারা গিয়েছিলেন ৩১ জন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত