ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৬:১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি মিনিবাসে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। তারা সবাই ট্যাক্সিচালক। এ হামলায় গুরুতর আহত হয়েছে আরো চারজন।

রোববার দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে ট্যাক্সিচালক সমিতির সদস্যরা ওই মিনিবাসে চড়ে তাদের এক সহকর্মীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে বাড়ি ফিরছিল। জোহানেসবার্গে ফেরার পথে কেওয়াজুলা-নাটাল প্রদেশে কোলেন্সো ও উইনেন শহরের মাঝে মিনিবাসটিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।

এতে ঘটনাস্থলেই ১১জন ট্যাক্সি চালক প্রাণ হারান। গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনা তদন্ত করছে পুলিশ।

মিনিবাস ট্যাক্সি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পরিবহন। দেশটির সুবিধাজনক রুটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিনিবাস ট্যাক্সি চালকদের গ্রুপগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • পঠিত