ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মেক্সিকোতে বিমান দুর্ঘটনায় আহত ৮৫

মেক্সিকোতে বিমান দুর্ঘটনায় আহত ৮৫

মেক্সিকোর দুরানগো রাজ্যে মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। যদিও এ ঘটনায় কেউ মারা যায়নি। তবে আহত হয়েছে ৮৫ আরোহী যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এক টুইট বার্তায় দুরানগো রাজ্যের গভর্নর হোসে আইসপুরো জানান, মঙ্গলবার রাজ্যের গুয়াদালুপে ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী মেক্সিকো সিটিতে যাওয়ার পথে ১০১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় অ্যারোমেক্সিকো ফ্লাইট এএম২৪৩১। এদের মধ্যে ৯৭ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল।

এ ঘটনায় ৮৫ জন আহত হলেও মাত্র ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ মাধ্যদ রয়টার্স জানায়, বৃষ্টির কারণে বিমানটি অনেক নিচে নেমে এসেছিল।

এ দুর্ঘটনা সম্পর্কে মেক্সিকো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, ঝড়ো হাওয়ার কারণে মেক্সিকো সিটি বিমানবন্দরের ৬ মাইল দূরে থাকতেই জরুরি অবতরণের চেষ্টা করে বিমানটি। কিন্তু বিমানবন্দরের কাছে আসার পরই এতে আগুন ধরে যায়।

টিভি ফুটেজে দেখা যায় বিমানটির কিছু অংশ পুড়ে গেছে এবং আকাশে ভেসে বেড়াচ্ছে ঘন কালো ধোঁয়া।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত