ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

মমতার কবিতা

  মমতা ব্যানার্জি

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১৪:১০  
আপডেট :
 ০৭ আগস্ট ২০১৮, ১৪:১৪

মমতার কবিতা

প্রতিবাদী তিনি। একাধিকবার তার প্রমাণও দিয়েছেন। কখনও জনসমুদ্রে দাঁড়িয়ে আগুনঝরা বক্তব্যে, আবার কখনও নিভৃতে নিজের লেখনীর মাধ্যমে প্রতিবাদে মুখর হয়েছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ভারতের কেন্দ্রীয় মোদি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো প্রতিবাদী তিনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যকলাপ ও সাম্প্রতিক আসাম ইস্যু নিয়েও সোচ্চার হয়েছেন মমতা। এবার ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নাম না করে নানা ইস্যু নিয়েই নিজেই কলম ধরলেন। বাংলা, হিন্দি এবং ইংরেজিতে লিখে ফেললেন একটা প্রতিবাদী কবিতা। নিজের ফেসবুক ওয়ালে সেটি পোস্ট করেও দেন তিনি। ‘পরিচয়’ নামে কবিতাটির মাধ্যমে নিজের প্রতিবাদকে কলমের কালিতে এবার ছড়িয়ে দিলেন মমতা।

‘পরিচয়’

তোমার পদবি কী?

তোমার পিতৃ পরিচয়?

তোমার ভাষা কী?

তোমার ধর্ম কী?

জানো না?

তবে যাও,

এ পৃথিবীতে তোমার জায়গা নেই।

তুমি কে?

কী তোমার পরিচয়?

কোথায় থাকো?

কোথায় শিক্ষা?

জানাও

না হলে তুমি দেশদ্রোহী।।

তুমি কে?

কাকে সমর্থন করো?

তোমার পাঁচপুরুষের নাম নথিভুক্ত আছে কী?

তোমার পোশাক পরিচ্ছদ কী?

তোমার কি গোবর-ধন অ্যাকাউন্ট আছে?

নেই?

তবে তুমি অনুপ্রবেশকারী।।

তুমি কি ‘মন কি বাত’ শোনো?

তুমি কি শাসকের বিরুদ্ধে লেখো?

তোমার কি ফোনে আধার আছে?

তুমি কি পে-বি-টিম-এর মেম্বার?

সব নথিভুক্ত আছে কি?

তুমি কি শোষকের বিরোধী?

তোমার তবে স্থান নেই,

তুমি উগ্রপন্থী।।

তুমি কী কী খাও?

কোথায় কোথায় যাও?

তুমি কি অন্য ধর্মের লোক?

তুমি কি দলিত?

তুমি কি খ্রিস্টান?

তুমি কি সংখালঘু?

তুমি কি রাবনের সমর্থক নয়?

তবে তুমি বৈরাগ্য নাও।।

তুমি কি শাসকের ক্ষমতা জানো?

তুমি কি শোষকদের agency চেনো?

তুমি কি একজন প্রতিবাদী?

তুমি কি শাসক বিরোধী?

তবে তুমি দেশ বিরোধী,

তোমার জায়গা নেই।।

  • সর্বশেষ
  • পঠিত