ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

যৌন নির্যাতনের দায়ে বৌদ্ধ সন্ন্যাসীর ১১৪ বছরের সাজা

যৌন নির্যাতনের দায়ে বৌদ্ধ সন্ন্যাসীর ১১৪ বছরের সাজা

শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে উইরাপোল সুখফল নামের থাইল্যান্ডের এক বৌদ্ধ সন্ন্যাসীর ১১৪ বছরের সাজা দেওয়া হয়েছে। আর্থিক প্রতারণা থেকে সাইবার ক্রাইম এমনই বহু অভিযোগ রয়েছে ওই সন্ন্যাসীর বিরুদ্ধে।

লুয়াং পু নেনখাম নামেই পরিচিত উইরাপোল। নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটি আপত্তিজনক ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে মঠ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। ব্যাংকেক একটি ক্রিমিনাল কোর্টে উইরাপোলকে ১১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে থাই আইন অনুযায়ী ২০ বছরের সাজা কাটিয়েই মুক্ত হতে পারবে সে।

আর্থিক প্রতারণা করে বিলাসবহুল বহু গাড়ির মালিক হয়ে ওঠে সে, সেই সঙ্গে নিজে সাপার পাওয়ারের অধিকারী এমনও দাবি করে সে দিনের পর দিন অন্যদের ঠকিয়েছে। শিশুদের যৌন নির্যাতনের আরও একটি অভিযোগে অভিযুক্ত এই বৌদ্ধ সন্ন্যাসী, যে মামলার রায় আগামী অক্টোবরে দেবে আদালত।

  • সর্বশেষ
  • পঠিত