ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

স্পেনে সঙ্গীত উৎসবে দুর্ঘটনায় আহত ২৬৬

স্পেনে সঙ্গীত উৎসবে দুর্ঘটনায় আহত ২৬৬

স্পেনে ক্রীড়া ও সঙ্গীত বিষয়ক এক উৎসব চলাকালে সাগর তীরে নির্মিত কাঠের জেটিটি ভেঙে পড়ে। এ ঘটনায় আড়াইশ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

স্পেনের স্বায়ত্ত্বশাসিত গালিসিয়া অঞ্চলের ভিগো শহরে সমুদ্রতীরে দু দিন ব্যাপী ওই উৎসবের আয়োজন করা হয়েছিল। রোববার রাতে মঞ্চে এক র‌্যাপ গায়ক সঙ্গীত পরিবেশনের সময় কাঠের জেটিটি ভেঙে পড়ে। তখন অনুষ্ঠান স্থলে আগতদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে এবং তারা দিগবিদিক ছুটতে শুরু করেন। কেউ কেউ সাগরে লাফিয়ে পড়েন। এ সময় ২৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গালিসিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী। তবে আহতদের মধ্যে কোনো আর্টিস্ট নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ডুবুরিরা উদ্ধার অভিযান চালায় সাগরেও।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নির্মাণ ক্রুটির কারণেই এটি ভেঙে পড়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত