ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আফগানিস্তানে তালেবান হামলা: নিহত ৪৪

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ১৬:৫৭

আফগানিস্তানে তালেবান হামলা: নিহত ৪৪

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশের একটি সেনাঘাঁটিতে তালেবান হামলায় অন্তত ৪৪ আফগান সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে। খবর আল জাজিরার। দেশটির সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার সর্বশেষ ঘটনা এটি।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বাগলান প্রদেশে আফগান সেনাঘাঁটিতে হামলা চালায় তালেবান জঙ্গিরা। বুধবার সকালে সংঘটিত ওই হামলায় নয় পুলিশ সদস্য এবং ৩৫ সেনা সদস্য নিহত হয়েছে।

প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ সাফদার মোহসেনি জানিয়েছেন, বাগলান-ই মারকাজি জেলায় একটি চেকপয়েন্টে হামলা চালানোর পর জঙ্গিরা সেখানে অগ্নিসংযোগ করে।

এই ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, গত সোমবার (১৩ আগস্ট) দেশটির ফারইয়াব প্রদেশে চিনায়া সামরিক ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় নিহত হয়েছিলেন ১৭ সৈন্য, আহত হয়েছিলেন আরও ১৯ জন।

এর আগে গত সোমবার উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে একটি সেনাঘাঁটিতে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে ১৭ সেনা নিহত এবং আরও ১৯ সেনা সদস্য আহত হন।

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের গাজনি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েকদিন ধরেই তীব্র লড়াই চলছে তালেবানের। দু'পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত