ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

হেলিকপ্টারে উদ্ধারের পর জন্ম দিলেন ফুটফুটে সন্তান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৫:১৭

হেলিকপ্টারে উদ্ধারের পর জন্ম দিলেন ফুটফুটে সন্তান

চারিদিকে বন্যার পানিতে থই থই। ভেসে গেছে গোটা ভারতের কেরালা রাজ্য। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শনিবার সকাল পর্যন্ত তা উঠেছে সাড়ে তিনশোর কাছাকাছি। দুর্বিসহ হয়ে উঠেছে কেরালাবাসীর জীবন।

এরই মধ্যে সন্তানসম্ভবা এক মহিলা পড়লেন বিপদে। চারিদিকে যখন বাঁচার জন্য হাহাকার। বন্যা গ্রাস থেকে নিজেকে রক্ষার তাগিদ, তখনই শুরু হলো প্রসব যন্ত্রণা! ব্যথার তীব্রতা যখন বেড়ে চললো, মহিলা দিশেহারা হয়ে পড়লেন। এই অবস্থায় চারদিকে থই থই করা পানি ঠেলে কোথায় যাবেন তিনি?

এমন সময় আকাশে শোনা গেল ভারি আওয়াজ। ওই নারীর বাড়ির ছাদের ওপরে এসে থেমেছে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। সেখান থেকে দ্রুত নেমে আসেন একজন ডাক্তার। প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা নারীর শারিরীক অবস্থা পরীক্ষা করেন। সিদ্ধান্ত দেন হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে।

সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে নেমে আসে বেল্ট। এই বেল্টে বেঁধেই সন্তানসম্ভতা এই নারীকে তুলে নেয়া হলো হেলিকপ্টারে। তারপর সোজা হাসপাতালে। অল্পক্ষণ পরে কোল জুড়ে আলো করে এল পুত্রসন্তান। চিকিৎসকের কথায়, ‘দেরি হলে তাকে প্রাণ বাঁচানো মুশকিল হতো।’

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত