ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

নাগরিকতালিকা করতে দেয়া হবে না: মমতা

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ১৫:৫৬

নাগরিকতালিকা করতে দেয়া হবে না: মমতা

'পশ্চিমবঙ্গে কোনোভাবেই জাতীয় নাগরিক তালিকা চালু করতে দেয়া হবে না' বলে জানিয়ে দিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মমতা বলেন, 'পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক তালিকা কে চালু করবে? অতো সোজা নয় এখানে জাতীয় নাগরিক তালিকা চালু করা। এখানে আমরা বাঘের বাচ্চারা বসে আছি'।

মমতা এদিন দলীয় কর্মীদের বলেন, বিজেপির অনেক টাকা। সেই টাকার কাছে যেন কেউ আত্মসমার্পন না করেন। আমাদের টাকা নেই, তবে আমাদের হৃদয় আছে। ডেডিকেশন আছে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় দাঁড়িয়ে মমতা দাবি করেন, ভারতে বিজেপির বিদায় ঘন্টা বেজে গেছে। তিনি শ্লোগান তোলেন, আগামী ২০১৯, ভারত থেকে বিজেপি হবে ফিনিশ।

মমতা এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, ভারতে এখন হরিদাসরা জন্ম নিয়েছে। অথচ কালিদাস নেই। সবাই এখন সব হরিদাস।

তিনি দিল্লির সরকারের সমালোচনা করে বলেন, দিল্লির কেন্দ্রীয় সরকারের কাজই হলো দেশজুড়ে অশান্তি করা। ভারতকে ভেঙে ফেলার চক্রান্ত করছে বলেও এদিন অভিযোগ করেন মমতা।

বাংলাদেশ জার্নাল/এনএস

  • সর্বশেষ
  • পঠিত