ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বৃহস্পতিতে পানি পেয়েছে নাসা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ১১:৩০

বৃহস্পতিতে পানি পেয়েছে নাসা!

সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে পানির সন্ধান পেয়েছে নাসা। যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান দাবি করছে, বৃহস্পতির গ্রেট রেড স্পটে পানি রয়েছে। ‘গ্রেট রেড স্পটে’ ৩৫০ বছরের বেশি সময় ধরে একটি ঘূর্ণিঝড় চলছে। এই ঝড়ের ওপরে থাকা মেঘেই পানির সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা।

অ্যাস্ট্রোফিজিসিস্ট (জ্যোতির্বস্তুবিদ) গর্ডন বিজোরকারের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা বৃহস্পতির এই ‘গ্রেট রেড স্পট’ নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন। সেখানে তাপ বিকিরণ খোঁজার সময় হঠাৎ টেলিস্কোপে জলের কণার তরঙ্গদৈর্ঘ্যের সন্ধান পান বিজ্ঞানীরা।

তবে এই পানির সঙ্গে কার্বন মনো-অক্সাইডও রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিতে সূর্যের থেকে দুই থেকে নয় গুণ বেশি অক্সিজেন রয়েছে। অনেক দিন ধরেই হিসাব-নিকাশে বৃহস্পতি গ্রহে পানি থাকার কথা বলে আসছিলেন বিজ্ঞানীরা। এবার বাস্তবে এর প্রমাণ মিললো।

বাংলাদেশ জার্নাল/কে

  • সর্বশেষ
  • পঠিত