ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

গণতন্ত্রের হুমকি ট্রাম্প

গণতন্ত্রের হুমকি ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ট্রাম্প ও তার দল রিপাবলিকান নেতাদের গণতন্ত্রের জন্য হুমকি বলেও উল্লেখ করেন। শুক্রবার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বারাক ওবামা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা করে বলেন, তিনি ক্ষমতার অবব্যবহার করছেন। ফলে বর্তমানে আমেরিকার জনগণ একটা বিপজ্জনক সময়ে বসবাস করছে।

তিনি রিপাবলিকান নেতাদেরও সমালোচনা করেছেন। ওবামা বলেন, তারা দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে, দেশের লোকজনকে বিভক্ত করছে এবং রাশিয়ার সঙ্গে সমঝোতা করে সহযোগী বৈশ্বিক জোটগুলোকে অবমূল্যায়ন করছে।

তিনি ডেমোক্র্যাট নেতাদের প্রতি নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে রিপাবলিকদের মোকাবেলা এবং বর্তমান অবস্থা থেকে উত্তরনের আহ্বান জানান।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • পঠিত