ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ইরাকে কুর্দিদের ওপর হামলায় নিহত ৫

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৮

ইরাকে কুর্দিদের ওপর হামলায় নিহত ৫

ইরাকের কুর্দিস্তানে অবস্থিত ইরানের দুই বিরোধীদলীয় কুর্দি নেতার কার্যালয়ে মিসাইল হামলায় ৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

কুর্দিস্তান টোয়েন্টি ফোর টিভির বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার কুর্দিস্তানের উত্তরাঞ্চলের কয়রা এলাকায় কুরদিশ ডেমোক্রেটিক পার্টি অব ইরান (কেডিপিআই) এবং ডেমোক্র্যাটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তান (পিডিকেআই) এই দুই দলের কার্যালয়ে ওই মিসাইল হামালাগুলো চালানো হয়।

ডেমোক্র্যাটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তান দলটি তাদের এক টুইট বার্তায় হামলার জন্য ইরানকে দোষারোপ করে। দলটি আরও জানায়, তাদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই হামলায় ৫ জন নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন।

ইব্রাহিম চুকাইল নামের কুরদিশ ডেমোক্রেটিক পার্টি অব ইরান দলের একজন জ্যেষ্ঠ সদস্য জানান, রকেট হামলায় ৫ জন শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

কুর্দিস্তান টোয়েন্টি ফোর টিভি আরও জানায়, ওই রকেট হামলার সময় উভয় দলের সদস্যরা বৈঠক করার জন্য বাড়ি দুটিতে জড়ো হয়েছিল। ১৯৯৬ সালের পর কোন রাজনৈতিক কার্যালয়ে এটি সবচেয়ে বড় হামলা বলেও দাবি করছে কুর্দিস্তান টোয়েন্টি ফোর টিভি।

  • সর্বশেষ
  • পঠিত