ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

'যুক্তরাষ্ট্র প্রতিদিনই সমঝোতার অনুরোধ করে'

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫  
আপডেট :
 ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৩

'যুক্তরাষ্ট্র প্রতিদিনই সমঝোতার অনুরোধ করে'

যুক্তরাষ্ট্র ইরানকে প্রতিদিনই সমঝোতার জন্য অনুরোধ করে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর রয়টার্সের।

রুহানি তার ভাষণে বলেন, একদিক দিয়ে তারা (যুক্তরাষ্ট্র) ইরানের জনগণকে চাপের মধ্যে রাখছে আরেকদিক দিয়ে প্রতিদিনই আমাদের সমঝোতার জন্য অনুরোধ করছে।

তিনি আরও বলেন, তারা বলে আমাদের এখানে গিয়ে সমঝোতা করা উচিত ওখানে গিয়ে সমঝোতা করা উচিত। আমরা আমাদের ভেতর সকল সমস্যার সমাধান চাই। আমাদের কি তাদের এমন বার্তা শোনা উচিত নাকি তাদের পাশবিক আচরণ দেখা উচিত?

ভাষণে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে উদ্দেশ্য করে রুহানি আরও বলেন, ইরান একটি অর্থনৈতিক, মানসিক এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে যুদ্ধ করছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ কার্যক্রম এবং সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির কার্যক্রমকে সমর্থন দিয়ে আসছিল। গত মে মাসে ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি হওয়ার পর গতমাসে ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলশ্রুতিতে আবার নতুন করে উত্তেজনা দেখা দেয় এই দুটি দেশের মধ্যে।

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত