ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ফেসবুকে আসক্তি, ভেস্তে গেল তরুণীর বিয়ে!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৮

ফেসবুকে আসক্তি, ভেস্তে গেল তরুণীর বিয়ে!

ভারতে অতিরিক্ত ফেসবুক আসক্তির কারণে এক তরুণীর বিয়ে ভেঙে গেছে। এ বিষয়ে পাত্রপক্ষ পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করেছে।

গত বুধবার ভারতের উত্তরপ্রদেশের আমরোহাতে এ ঘটনা ঘটে বলে জানায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।

আমরোহা থানা পুলিশ জানায়, কনে ও তার পরিবার বুধবার বরযাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সঠিক সময়ে বরযাত্রী না আসায় কনের বাবা পাত্রের বাবাকে ফোন করেন।

তখন পাত্রের বাবা জানিয়ে দেন তারা বিয়ে বাতিল করে দিয়েছেন। কারণ হিসেবে কনের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে অতিরিক্ত ঝোঁক বলে জানান তারা।

পাত্রপক্ষের দাবি, বিয়ের লগ্নের আগেও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিলেন কনে। তবে পাত্রীপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভিন্ন কথা। তাদের দাবি, যৌতুকের দাবি না মেটাতে পারার কারণেই বিয়ের দিন বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রপক্ষ।

এ মর্মে পাত্রীর বাবা উরজ মেহান্দি পাত্রের বাবার বিরুদ্ধে ৬৫ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ জার্নাল/কে

  • সর্বশেষ
  • পঠিত