ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ট্রাম্পের সঙ্গে নতুন বৈঠকে আগ্রহী কিম

ট্রাম্পের সঙ্গে নতুন বৈঠকে আগ্রহী কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সোমবার চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে নতুন করে বৈঠকে বসার আগ্রহ ব্যক্ত করেছেন। কিমের ওই চিঠি পাওয়ার পর দুই নেতার মধ্যে আরেকটি বৈঠকের আয়োজন শুরু করেছে হোয়াইট হাউস।

এর আগে গত ১২ জুন সিঙ্গাপুরে প্রথমবারের মত কিমের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছিলেন ট্রাম্প। সেখানে দুই নেতা পিয়ইয়ংয়ের পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে আলোচনা করেন।

এদিকে কিমের চিঠিকে স্বাগত জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। তিনি একে, ‘অত্যন্ত উষ্ণ ও ইতিবাচক চিঠি’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আর একটি বৈঠকের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছেন কিম। আমরা ওই বৈঠকের প্রস্তুতি শুরু করেছি।’

আর কিমের এই চিঠিকে কোরীয় উপদ্বীপকে ‘পরমাণু মুক্ত করার অব্যাহত প্রতিশ্রুতি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত