ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

সিরিয়ায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা জাতিসংঘের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৮  
আপডেট :
 ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৮

সিরিয়ায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা জাতিসংঘের

সিরিয়ার ইদলিবে চালানো হামলাকে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ। সোমবার আন্তর্জাতিক মানবিক সমন্বয় সংস্থা জাতিসংঘের এই আশঙ্কার কথা তুলে ধরেন। খবর আল জাজিরার।

আন্তর্জাতিক মানবিক সমন্বয় সংস্থার মুখপাত্র ডেভিড সোয়ানসন বলেন, আমরা সিরিয়ায় চলমান হামলা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং শঙ্কিত। সেখানে চলমান হামলার কারণে ৩০ হাজার মানুষ বাস্তুচুত হয়েছেন।

এদিকে জাতিসংঘের এমন আশঙ্কার সাথে একমত পোষণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, এই হামলার জন্য শুধু সিরিয়ার নিরপরাধ মানুষদের নয় পুরো পৃথিবীকে এর মূল্য দিতে হবে।

উল্লেখ্য, গতসপ্তাহে সিরিয়ার যুদ্ধ ভবিষ্যৎ নিয়ে তেহরানে আলোচনা করে তুরস্ক, ইরান এবং রাশিয়া। ওই আলোচনায় তুরস্ক সিরিয়ায় যুদ্ধ থামানোর ব্যাপারে রাজি হলেও ইরান এবং রাশিয়া তুরস্কের প্রস্তাবের বিরোধিতা করে। এরপর ইদলিবে আবার নতুন করে হামলা শুরু করে ইরান এবং রাশিয়া সমর্থিত বাহিনী।

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত