ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

লন্ডনকে হটিয়ে শীর্ষে নিউ ইয়র্ক

লন্ডনকে হটিয়ে শীর্ষে নিউ ইয়র্ক

লন্ডনকে হটিয়ে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরটি। এর আগে এই স্থানে অবস্থান করছিলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। বুধবার এক জরিপ ফলাফলে এ তথ্য উঠে এসেছে। জরিপটি পরিচালনা করেছে বাণিজ্যিক থিঙ্কট্যাঙ্ক হিসেবে পরিচিত জেড/ইয়েন।

গত দু বছর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় ব্রিটেন। এর ফলে বিশ্বের তাবড় তাবড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই লন্ডন ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। ২০১৯ সাল নাগাদ ইইউ ছাড়ছে ব্রিটেন। আর এর আগেই লন্ডন ছাড়বে শক্তিশালী আর্থিক কোম্পানিগুলো। আর এ কারণেই আর্থিকভাবে অনেকখানি গুরুত্ব হারিয়েছে শহরটি। নেমে এসেছে দ্বিতীয় স্থানে।

বিশ্বের আকর্ষণীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সেরা চারে থাকা বাকি দুটি শহর হচ্ছে হংকং ও সিঙ্গাপুর।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত