ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মিয়ানমার-বাংলাদেশ হয়ে ভারত যাবে চীনের বুলেট ট্রেন

মিয়ানমার-বাংলাদেশ হয়ে ভারত যাবে চীনের বুলেট ট্রেন

চীন ও ভারতের মধ্যে বুলেট ট্রেন স্থাপনের এক বিশাল পরিকল্পার কথা জানিয়েছেন এক চীনা দূত। ওই ট্রেনের যাত্রা শুরু হবে চীনের কুনমিং শহর থেকে। মিয়ানমার এবং বাংলাদেশ হয়ে সবশেষে এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছাবে।

বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে চীনা কনসুল জেনারেল (রাষ্ট্রদূত) মা ঝানউ বলেন, চীন ও ভারতের যৌথে উদ্যোগে ওই দুই শহরের মধ্যে দ্রুতগতির রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব। তার ভাষায়, ‘দুই দেশের মধ্যে রেল সংযোগ স্থাপনের এই পরিকল্পনাটি সফল হলে মাত্র কয়েক ঘণ্টায় কুনমিং থেকে কলকাতায় আসা যাবে।’

আর এই বুলেট ট্রেন প্রকল্প থেকে সুবিধা পাবে বাংলাদেশ ও মিয়ানমারও।

ওই চীনা দূত আরো জানান, ২৮০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে চীন-ভারত-মিয়ানমার-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন আরো জোরদার হবে। এই বুলেট ট্রেন পরিকল্পনার কথা ২০১৫ সালেই শোনা গিয়েছিলো। তবে এটি বাস্তবায়নে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আরো অনেক আলোচনা ও পরামর্শ প্রয়োজন বলে মনে করেন চীনা কনসুল জেনারেল মা।

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত