ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

কলেরা ঠেকাতে জিম্বাবুয়েতে জরুরি অবস্থা

কলেরা ঠেকাতে জিম্বাবুয়েতে জরুরি অবস্থা

জিম্বাবুয়ের রাজধানী হারারেতে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। এই রোগে গত এক সপ্তাহে ২১ জন মারা যাওয়ার পর বুধবার শহরে জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন কর্তৃপক্ষ। এর মাত্র একদিন আগে সেখানে জরুরি অবস্থা জারি করেছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

বুধবার এক বিবৃতিতে জিম্ববুয়ের পুলিশ মুখপাত্র চ্যারিটি চারাম্বা কলেরার সংক্রামণ এড়াতে শহরের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা পানিবাহিত এই রোগে শহরের ৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে জানানোর পর এই বিবৃতি দেন ওই পুলিশ কর্মকর্তা।

বিবৃতিতে পুলিশ মুখপাত্র চারাম্বা বলেন, ‘কলেরা ঠেকাতে হারারে শহরে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এর অর্থ হচ্ছে, এই রোগের কারণে শহরের মানবিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।’

এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ ময়ো ‘দিনে দিনে কলেরায় আক্রান্তের সংখ্যা বেড়ে’যাওয়ায় হারারেতে জরুরি অবস্থা জারি করেন।

বিষুদ্ধ পানির অভাব এবং অপর্যাপ্ত পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার কারণে জিম্বাবুয়ে প্রায়ই পানি বাহিত রোগে কলেরার প্রাদুর্ভাব ঘটে।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত