ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আফগানিস্তান

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আফগানিস্তান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের জন্য প্রস্তুত তালেবানরা। সম্ভবত চলতি মাসেই হবে ওই আলোচনা। তবে এই বৈঠকের খবরট নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবান নেতাদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে পাকিস্তানের ডন পত্রিকা।

আফগানিস্তানের ভবিষ্যৎ সরকারে ওই জঙ্গি গোষ্ঠীর ভূমিকা কি হবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী তালেবানরা। তারা এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের জন্য অপেক্ষা করে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা জানান, সম্ভবত চলতি মাসেই হবে ওই বৈঠক যেখানে বন্দি বিনিময় আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে জুলাই মাসে ওয়াশিংটনের শীর্ষ দূতের সঙ্গে আলোচনায় বসেছিল তালেবান নেতারা। সেবারের বৈঠকেই সেপ্টেম্বরের এই আলোচনার পরিকল্পনা গৃহীত হয়েছিল।

তবে ওয়াশিংটন ও তালেবানের মধ্যে আলোচনায় আফগান সরকারকে অন্তর্ভূক্ত করার জোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আফগান সরকার এই উভয় পক্ষই। তবে তালেবানরা বরাবরই ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায়। এ ক্ষেত্রে তারা আফগান সরকারের কোনো হস্তক্ষেপ মানতে নারাজ।

সূত্র: ডন

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত