ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

সাপ গিলে খেতে গিয়ে মৃত্যু মদ্যপের ‌

সাপ গিলে খেতে গিয়ে মৃত্যু মদ্যপের ‌

মদ্যপান করে সাপ গিলে খেতে গিয়ে মারা গেলেন এক ব্যাক্তি। মজা দেখার জন্য তাকে সাপ গিলে খেতে প্রতিবেশীরাই উস্কানি দিয়েছিল বলে জানা গিয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলায় ঘটেছে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচুর মদ্যপান করে ঘোরাঘুরি করছিলেন মহীপাল সিং (৪০)। ওই অবস্থাতেই রাস্তা থেকে একটি সাপ ধরেন তিনি। সেটাকে হাতে নিয়ে খেলতে থাকেন। মহীপালের হাতে জ্যান্ত সাপ দেখে ভিড় জমে যায়। অনেকেই ভিডিও করতে থাকেন, ছবি তুলতে থাকেন। জনতার মধ্যে থেকেই মহীপালকে সাপটি গিলে নেয়ার জন্য উস্কানি দেয়া হয়। মুখে নেয়ার চেষ্টা করলে সাপটি বিরক্ত হয়ে ছোবল মারে মহীপালকে। সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন মহীপাল। তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘণ্টাচারেক পরে মৃত্যু হয় মহীপালের।

পুলিশের পক্ষে থেকে জানানো হয়েছে, মহীপালের বাড়িতে রয়েছেন তার স্ত্রী এবং তিন ছেলে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত