ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নারী কেবিন ক্রু নিয়োগ দিচ্ছে সৌদি আরব

নারী কেবিন ক্রু নিয়োগ দিচ্ছে সৌদি আরব

সড়কে গাড়ি চালানোর অধিকার পাওয়ার পর এবার বিমানের কেবিন ক্রু হিসেবে কাজ করতে চলেছেন মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবের নারীরা। ওই দেশের নারীদের এই পদে নিয়োগ দিচ্ছে ফ্লাইএডিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

প্রথম দফায় অন্তত ২০ জন সৌদি নারীকে এই পদে নিয়োগ দেয়া হবে। আর ফ্লাইএডিল এয়ারলাইন্সের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটিই হবে সৌদি নারীদের কেবিন ক্রু হিসেবে কাজ করার প্রথম দৃষ্টান্ত।

ফ্লাইএডিল গত মঙ্গলবার নারীদের কেবিন ক্রু হিসেবে নিয়োগের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে । ওই বিজ্ঞাপনে ২৩-৩০ বছর বয়সী সৌদি নারীদের কাছ থেকে দরখাস্ত চাওয়া হয়েছে। তবে এ পদে আবেদনকারীদের ইংরেজিতে ভালো দখল থাকতে হবে। পাশপাশি অভিজ্ঞতা থাকতে হবে গ্রাহক সেবা ও বিপণনেও। এই পদের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের প্রশিক্ষণ দেবে ওই এয়ারলাইন্স।

প্রসঙ্গত, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সৌদিয়ারই অঙ্গ সংস্থা এই ফ্লাইএডিল এয়ারলাইন্স ।

সূত্র: মিডিল ইস্ট আই

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত