ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

আলজেরিয়ায় কম্যুনিস্ট নেতাকে হত্যার দায় স্বীকার করেছে ফ্রান্স

আলজেরিয়ায় কম্যুনিস্ট নেতাকে হত্যার দায় স্বীকার করেছে ফ্রান্স
নিহত কমিউনিস্ট নেতা মৌরিস আউদিন

আলজেরিয়ায় ফরাসি উপনিবেশ থাকার সময় সেখানকার এক কমুনিস্ট নেতার ওপর হত্যা ও নির্যাতনের ঘটনার দায় স্বীকার করেছে ফ্রান্স।

বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রো গত ৬০ বছরের বেশি সময় আগে করা এই অপরাধের দায় স্বীকার করে বলেন, ফরাসি উপনিবেশিক আইনের আওতায় আউদিনের ব্যাপক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল।

১৯৫৭ সালে আলজিয়ার্স বিশ্বববিদ্রালয়ের গণিতজ্ঞ স্বাধীনতাপন্থী কমিউনিস্ট নেতা মৌরিস আউদিনকে (২৫) আটক করা হয়। তিনি ছিলেন আলজেরিয়ায় অবস্থানকারী স্বল্প কয়েকজন ইউরোপীয়দের একজন, যিনি আলজেরিয়ায় স্বাধীনতার ডাক দিয়েছিলেন। র‌্যাটল অব আলজিয়ার্স আন্দোলন করতে গিয়ে তিনি নিখোঁজ হন। সে সময় তিনি ছিলেন বিবাহিত এবং তিন সন্তানের জনক।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ম্যাক্রো আওদিনের বিধবা স্ত্রীর সঙ্গে দেখা করেন। এসময় তিনি আলজেরিয়ায় ফরাসি শাসনামলে নিখোঁজ লোকজনের স্মৃতিতে একটি আর্কাইভ উদ্বোধন করেন।

দীর্ঘ ৭ বছর ধরে রক্তক্ষয়ী সংগ্রাম চালানোর পর ১৯৬২ সালে ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা লাখ করে আফ্রিকার এই দেশটি।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত